হ্যারি কেইনের তিন সন্তান জার্মানিতে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কেইনের থেকে পক্ষ জানানো হয়েছে কারও ক্ষতি হয়নি।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার কিছু পরে মিউনিখের কাছাকাটি কেইনের সন্তানদের বহনকারী গাড়ি দুর্ঘটনায় পড়ে। ফায়ার চিফের এক স্বেচ্ছাসেবক গাড়িতে থাকা ব্যক্তিদের ‘খুবই সৌভাগ্যবান’ উল্লেখ করে জানান, কেউ গুরুতরভাবে আহত হয়নি। কেইনের মুখপাত্র বলেন, ‘ওরা ভালো আছে। রুটিন চেকআপের জন্য হাসপাতালে গেছে।’
এ নিয়ে জার্মান সংবাদমাধ্যম বিল্ড জানায়, গাড়ি দুর্ঘটনা যখন ঘটে, কেইন তখন আর্সেনালের বিপক্ষে খেলার জন্য বায়ার্ন দলের সঙ্গে লন্ডনে পা রেখেছেন।
বাভারিয়ান পুলিশ জানায়, চার ব্যক্তিকে বহন করা একটা রেনাল্ট গাড়ি মোড় ঘোরার সঙ্গে একটি মার্সিডিজের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সেই মার্সিডিজে ছিল কেইনের তিন সন্তান, যাদের বয়স ৩ থেকে ৭ বছরের মধ্যে। রেনাল্ট গাড়িটি পরে একটি ল্যান্ড রোভারকেও ধাক্কা দেয়।