লেভার হ্যাটট্রিকে আজ আলাভেসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে কাতালানদের সঙ্গে কোনো জায়গাতেই পেরে উঠেনি আলাভেস। যার প্রমাণ শতকরা ৭৩ ভাগ বল পজিশন ধরে রেখে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৯টি অন টার্গেটের শট।
ম্যাচের ৩২ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডফস্কি।
আর ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। হ্যাটট্রিক গোলে সহায়তা করেন এরিক গার্সিয়া।
পরে আরও গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলে তা কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। অন্যদিকে গোল শোধ দেওয়ার বেশ কটি সুযোগ পেলেও পোস্ট এবং বার্সেলোনার গোলরক্ষক ইনাকি পিনা আলাভাসের সামনে প্রাচীর হয়ে দাঁড়ায়। ৩-০ ব্যবধানের জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বার্সা।অন্যদিকে ২ ম্যাচ কম খেলে ২১ পয়েন্টে নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ১০ জনের নটিংহাম ফরেস্টের বিপক্ষেও জিততে পারেনি চেলসি। ১-১ গোলে ড্র করেছে। ব্লুজদের মতো পয়েন্ট ভাগ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসরা অবশ্য ড্র করেছে এমিলিয়ানো মার্টিনেজ নামক ‘বার্লিন প্রাচীরের’ বীরত্বের কাছে পরাজিত হয়ে। আজ ম্যান ইউনাইটেডের নিশ্চিত ৫ গোল বাঁচিয়ে দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক। এতে গোল শূন্য ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৮ ম্যাচ অপরাজিত থাকল ভিলা।