বায়ার্ন মিউনিখের জার্সিতে একের পর এক গোল করে পেয়েছিলেন ‘গোল মেশিন’ উপাধি। বায়ার্ন থেকে বার্সেলোনা; দল পাল্টালেও গোলের ক্ষুধা এতটুকুও কমেনি রবার্ত লেভানদোস্কির। কাতালানদের হয়ে কখনো জোড়া গোল আবার কখনো হ্যাটট্রিক করে আস্থার প্রতিদান দিচ্ছেন পোলিশ এই স্ট্রাইকার। তার এমন পারফরম্যান্সে মুগ্ধ বার্সেলোনা কোচ জাভি হের্নান্দেস।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগে ‘সি’ গ্রুপের ম্যাচে ভিক্টোরিয়া প্লাজেনকে ৪-১ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক করেছেন লেভানদোস্কি। প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ভিন্ন তিন দলের হয়ে হ্যাটট্রিক করলেন লেভা। এর আগে বরুশিয়া ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখের হয়ে হ্যাটট্রিক করেন তিনি। একই দিন করিম বেনজিমাকে ( ৮৬ গোল) টপকে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন লেভানদোস্কি (৮৯ গোল)। এখন তার সামনে আছেন লিওনেল মেসি (১২৫ গোল) এবং ক্রিস্তিয়ানো রোনালদো (১৪১ গোল)।
বার্সেলোনার জার্সিতে ৫টি প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নেমে ৮টি গোল করেছেন লেভানদোস্কি। তার এমন ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ কাতালান কোচ জাভি,’আজ (ভিক্টোরিয়া প্লজেন ম্যাচে) সে হ্যাটট্রিক করেছে। কিন্তু শুধু এটাই নয়। সে নিজে খেলেছে এবং দলকে খেলিয়েছে। আমি তার প্রেমে পড়েছি। তার এই সাইনিং অসাধারণ হয়েছে। ‘
ভিক্টোরিয়া প্লজনের বিপক্ষে দ্বিতীয়ার্ধে একটি গোল খেয়ে বসে বার্সেলোনা, যা ভাবাচ্ছে জাভিকে,’আমরা অনেক সুযোগ তৈরি করেছি৷ দেম্বেলে খুব ভাল খেলেছে, লেভানদোস্কি পার্থক্য গড়ে দিয়েছে। একটি গোল হজম করি আমরা, সেটা আমাদের ভাবাচ্ছে। আমরা দুর্দান্ত ছিলাম যেটা ফলাফলেই বোঝা যাচ্ছে। ‘