নাসিম রুমি: লুসাইল স্টেডিয়াম, ১৮ ডিসেম্বর—কাতার বিশ্বকাপ ফাইনালের সেই মাঠে দুই বছর আগেও আর্জেন্টিনার কাছে হার মেনেছিল ফ্রান্স। সেই রাতে কান্নায় ভেঙে পড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।
তবে আজ, ঠিক দুই বছর পর, একই মাঠে এমবাপ্পের মুখে হাসি। ৩-০ গোলের বড় জয় নিয়ে ফিফা আন্তঃমহাদেশীয় কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ।
ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৭ মিনিটে রিয়ালকে ১–০ ব্যবধানে এগিয়ে শুরুটা করে দেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রদ্রিগো ব্যবধান ২–০ করেন, আর ৮৪ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে গোল করে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন।
ম্যাচের আগে এমবাপ্পের খেলা নিয়ে সংশয় ছিল, কেননা চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে যাওয়ার কথা ছিল তার। তবে তিনি মাঠে নামলেন, এবং সেই মাঠেই আজ হাসি ফোটালেন।