নাসিমরুমি: বয়সের কোটা ৩৮ স্পর্শ করেছে। পর্তুগিজ ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো সুযোগ পাচ্ছেন না ম্যানইউর শুরুর একাদশে। এরিক টেন হাগ ম্যাচের শেষ দিকে মাঠে নামাচ্ছেন রোনালদোকে। তবে এই তারকা দাবি করলেন, তিনি এখনো ফুরিয়ে যাননি। বিশ্বকাপ ও ২০২৪ ইউরো খেলার লক্ষ্য তার।
ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে জায়গা হচ্ছে রোনালদোর। ক্লাব ছাড়তে চাইলে ম্যানইউর কর্মকর্তারা তাকে ছাড়েননি। ক্যারিয়ারের পড়ন্ত বেলায়ও তার খেলা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। বয়স হচ্ছে, ফিটনেসে ঘাটতি দেখা দিচ্ছে। ক্লাবের প্রথম একাদশে তাই জায়গা হারাচ্ছেন তিনি।
এরিক টেন হাগের প্রথম একাদশে জায়গা না হওয়াতে এনিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে। তবে রোনালদো পরিস্কার করলেন পরিস্থিতি। জানালেন তিনি ফুরিয়ে যাননি। তার যাত্রা শেষ হয়ে যায়নি। তিনি আরো অনেক দিন খেলতে চান।
তার জার্নি এখনো শেষ হয়ে যায়নি জানিয়ে পর্তুগালের ফুটবল রাজা ক্রিস্টিয়ানো রোনালদো বলেন ‘আমার জার্নিটা অনেক লম্বা। তবে এ সুযোগে সবাইকে জানিয়ে দিতে চাই, আমার যাত্রা শেষ হয়ে যায়নি।’