নাসিম রুমি: পর্তুগাল শেষবার আন্তর্জাতিক ফুটবলে হার দেখেছিল বিশ্বকাপে। কাতারে শেষ আটের ম্যাচে মরক্কোর কাছে ১-০ গোলে হেরে যায় তারা। তারপর আর হারেনি। টানা জয়ের বৃত্তে থাকা দলটি অবশেষে কাল দেখল হারের মুখ। সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছুটি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সিআরসেভেনের প্রত্যাবর্তনের ম্যাচে পর্তুগালও দেখলো হারের মুখ। স্লোভানিয়ার বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে তারা। তাতে ১৬ মাস পর পরাজয়ের স্বাদ পেল দলটি। বল দখলে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে দুবার গোল খেয়ে ১১ ম্যাচ পর হারল তারা।
ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধে কোনো দলই শট লক্ষ্যে রাখতে পারেনি। পুরো প্রথমার্ধ পর্তুগাল বল দখলে রাখলেও আক্রমণে গিয়ে খেই হারিয়েছে বারবার। স্বাগতিক স্লোভেনিয়াও বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। বিরতির পর অবশ্য পরিস্থিতির বদল ঘটে।
দ্বিতীয়ার্ধে কয়েকটা সুযোগ হাতছাড়া করে পর্তুগাল। যে ভুলের মাশুল ৭২ মিনিটে দেয় পর্তুগিজরা। সেটাও রোনালদোরই ভুলে। তার কাছ থেকে বল কেড়ে নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার কাউন্টার অ্যাটাক ঠেকাবার উপায় ছিল পর্তুগালের সামনে। ডি-বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে গোল করেন সেরিন। পিছিয়ে যায় পর্তুগাল।