নাসিম রুমি: মৌসুমজুড়ে দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবারও। আল নাসরের হয়ে সাত ম্যাচের মধ্যে তৃতীয় হ্যাটট্রিক করলেন তিনি। সৌদি প্রো লিগে শনিবার ঘরের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে আল নাসর ৬-০ গোলে হারায় আল ওয়েহদাকে।
পঞ্চম মিনিটেই দলকে এগিয়ে নেন রোনালদো। প্রতিপক্ষ গোলকিপার বল ক্লিয়ার করার চেষ্টায় বক্সের বাইরে রোনালদো বরাবর শট নেন। পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে গোল করেন। ১২ মিনিটে সতীর্থের ক্রসে ছয় গজ বক্সের বাইরে লাফিয়ে হেডে ব্যবধান দ্বিগুণ করেন সিআরসেভেন।
১৮ মিনিটে ওতাভিও ও ৪৫ মিনিটে সাদিও মানের গোলে প্রথমার্ধেই ৪-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। এবার বাঁ পায়ের শটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন মোহাম্মদ আল-ফাতিল।
লিগে গত মার্চ-এপ্রিল মিলিয়ে টানা দুই ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করেছিলেন। আল নাসরের হয়ে সব মিলিয়ে তার হ্যাটট্রিক হলো ৬টি। ক্যারিয়ারে ৬৬টি। এর মধ্যে ৩০টি করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর ৩০ বছরে পা রাখার পর করলেন ৩৬টি।
এই মৌসুমে সৌদি প্রো লিগে ২৭ ম্যাচে ৩২ গোল নিয়ে সর্বোচ্চ স্কোরার ৩৯ বছর বয়সী রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে তার গোল হলো ৪০ ম্যাচে ৪১টি।
সৌদি প্রো লিগে ৩০ ম্যাচে ২৪ জয় ও ২ ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নাসর। ২৯ ম্যাচে ৮৩ পয়েন্টে শীর্ষে আল হিলাল।