নাসিম রুমি: মৌসুম শুরুর সঙ্গে ফিরে এলো ক্রিস্তিয়ানো রোনালদোর দুর্দান্ত ফর্মও। গত মৌসুমটা যেখানে শেষ করেছিলেন, নতুন মৌসুমটা ঠিক যেন সেখান থেকেই শুরু করলেন পর্তুগিজ মহাতারকা। গোল করলেন ও করালেন তিনি। আল তাউনকে হারিয়ে সৌদি সুপার কাপের ফাইনালে উঠল আল নাস্র।
প্রতিযোগিতাটির দ্বিতীয় সেমি-ফাইনালে বুধবার আল নাস্র জিতেছে ২-০ গোলে।
ম্যাচের অষ্টম মিনিটে ইয়াহিয়ার গোলে এগিয়ে যায় দলটি। বাঁ দিক থেকে সতীর্থের পাসে বক্সে ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি রোনালদো, কাছ থেকে বল জালে পাঠান ইয়াহিয়া।
৫৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। সতীর্থের কাটব্যাকে বক্সে ডান পায়ের শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড।
ক্লাব ফুটবলে এই নিয়ে টানা ২৩ মৌসুমে গোলের দেখা পেলেন রোনালদো। তার ক্যারিয়ার গোলসংখ্যা হলো ৮৯৬টি।
গত মৌসুমে আল নাস্রের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছিলেন তিনি।
সৌদি সুপার কাপের ফাইনালে আগামী শনিবার আল হিলালের মুখোমুখি হবে আল নাস্র।