বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর মেসির জার্সি বিক্রি হতে সময় লাগেনি। হাজার হাজার জার্সি বিক্রি হয়েছে মুহূর্তে। ক্রিশ্চিয়ানো রোনালদোর জার্সিও বিক্রি হতে দেরি হয়নি। তুরিন ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদো ক্লাব জার্সিতে মাঠে নামার আগেই পেয়ে গেছেন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (১১১ গোল) করার রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসেও তার নাম উঠে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে সেখানেও ৭ নম্বর জার্সি পেয়েছেন পর্তুগীজ সুপারস্টার সিআরসেভেন। ৭ নম্বর জার্সি গায়ে খেলতেন কাভানি। তিনি ছেড়ে দিলেন রোনালদোকে। নিজে নিলেন ২১ নম্বর জার্সি।
চলতি মৌসুমের দলবদলে সবচেয়ে বড় চমক হয়ে পুরোনা দল ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ১২ বছর পর। এরই মধ্যে রোনালদোর নামের ৭ নম্বর জার্সি নিয়ে কাড়াকাড়ি হয়েছে। এডিডাসের তৈরি রোনালদোর ৭ নম্বর জার্সিটি শপিংমলগুলোতে যাওয়ার আগেই বিক্রি হয়ে গেছে। ১২ ঘণ্টার মধ্যে সব জার্সি অনলাইনে বুকিং দেওয়ার হিড়িক পড়েছিল। ভেঙে গেছে প্রিমিয়ার লিগের জার্সি বিক্রির পুরোনো রেকর্ড।
এ সময়ের মধ্যে প্রায় ৩২.৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় ৪০০ কোটি টাকার জার্সি বিক্রি হয়েছে। লাভ দ্য সেলস ডট কমের বরাত দিয়ে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্সস্পোর্টস বলছে, রোনালদোর ৭ নম্বর জার্সিটি বাজারে ছাড়ার ১২ ঘণ্টার মধ্যে ৩ লাখ জার্সি বিক্রি হয়েছে। জার্সির দাম ছিল বাংলাদেশি টাকায় সাড়ে ৯ হাজার হতে সাড়ে ১২ হাজার টাকা পর্যন্ত। তার পরও জার্সির জন্য হাপিত্যেশ একটুও কমেনি। যারা জার্সি কিনতে পেরেছেন তারা অক্টোবরের প্রথম সপ্তাহে জার্সি হাতে পাবেন।