English

24 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

রোনালদোর গোলে পর্তুগালের নয়ে ৯

- Advertisements -

নাসিম রুমি: ইউরোর মূলপর্ব আগেই নিশ্চিত করেছে পর্তুগাল। তাই বাকি ম্যাচগুলো হয়ে দাঁড়িয়েছে নিয়মরক্ষার। তবুও পুঁচকে লিখটেনস্টেইনের বিপক্ষে পূর্ণশক্তির একাদশই সাজালেন কোচ রবার্তো মার্টিনেজ। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তার দল। ম্যাচে গোলের দেখা পেয়েছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। দলের জয়ে বাকি গোলটি করেন বার্সেলোনার তরুণ তারকা জোয়া কানসেলো।

রেইনপার্ক স্তাদিওনে গোলশূন্য প্রথমার্ধের পর ৪৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। দিয়োগো জোটার থ্রু বল থেকে বাঁ পায়ের কোণাকুণি শটে জাল খুঁজে নেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ নিয়ে চলতি বাছাইয়ে রোনালদোর গোল হলো ১০টি। পর্তুগালের জার্সিতে তার গোলসংখ্যা দাঁড়ালো ১২৮টি, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৮৬৫টি।

৫৭ মিনিটে পর্তুগালের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও কানসেলো। বার্সেলোনা ফরোয়ার্ডকে রুখতে বক্সের বাইরে চলে যান স্বাগতিক গোলরক্ষক। তাকে পরাস্ত করে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মধ্যে দিয়ে শটে জাল খুঁজে নেন ২৯ বছর বয়সী ফুটবলার।

৬৭ মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ। ৮২ মিনিটে হেডে রামোস জালে বল পাঠালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোল দেননি রেফারি। তবে ব্যবধান শেষ পর্যন্ত ধরে রাখতে কোনো বেগ পোহাতে হয়নি পর্তুগালকে। ইউরো বাছাইয়ে ৯ ম্যাচে এটি তাদের নবম জয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

গোলবন্যা সুপার কাপ বার্সোলোনার