English

17 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

রোনালদোর ইশারায় আল নাসর চলে না

- Advertisements -

নাসিম রুমি: জাতীয় দল হোক কিংবা ক্লাব—ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব সম্পর্কে সবার জানা। অনেকেই মনে করেন, শুধু মাঠে নয়, মাঠের বাইরেও প্রভাব খাটান রোনালদো। এমনকি দলের কোচ কে হবেন, সেটাও তাঁর পছন্দের ভিত্তিতে করা হয়।

রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকে ক্লাবটি দুবার কোচ পাল্টিয়েছে। গত বছর এপ্রিলে রুডি গার্সিয়াকে বরখাস্ত করে আল নাসর। সেটি রোনালদো ক্লাবটিতে যোগ দেওয়ার চার মাস পরের ঘটনা। ক্লাবটি সম্প্রতি ছাঁটাই করেছে লুইস কাস্ত্রোকেও। রোনালদোর স্বদেশি কাস্ত্রোর জায়গায় দায়িত্ব পেয়েছেন এসি মিলানকে ইতালিয়ান সিরি ‘আ’ শিরোপা জেতানো কোচ স্তেফানো পিওলি।

অনেকের ধারণা, রোনালদোর ইশারাতেই এমনটা হচ্ছে। কারণ, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকার সঙ্গে কোচদের সম্পর্কের অবনতির ঘটনা নতুন নয়। তবে আল নাসরের প্রধান নির্বাহী গুইদো ফিয়েঙ্গার দাবি, রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করেন না, অধিনায়ক হিসেবে শুধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বুধবার আল নাসরের একটি অনুষ্ঠানে ফিয়েঙ্গা বলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো আমাদের অধিনায়ক এবং সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী খেলোয়াড়; শুধু কৌশলের দিক থেকে নয়, আচরণগত দিক থেকেও। তবে স্পষ্ট করেই বলছি, ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব নিয়ন্ত্রণ করে না। বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হিসেবে শুধু আমাদের দিকনির্দেশনা দেয় যে আমাদের কোথায় যেতে হবে এবং কোন কোন লক্ষ্যে পৌঁছাতে হবে। সে একজন বিজয়ী এবং আমরাই ওকে বলি, কীভাবে জিততে হয়, তা যেন সে আমাদের শেখায়।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন