সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচের জয়ের অন্যতম নায়ক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন তিনি।
ম্যাচের সপ্তম মিনিটে প্রথম গোলের পর গ্যালারির দিকে ছুটে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর আইকনিক ‘সিউ’ উদযাপন করেন ভিনিসিয়ুস। ফাইনালে হ্যাটট্রিক করে বার্সেলোনাকে উড়িয়ে দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন উদযাপনের কারণ জানান এই ব্রাজিলিয়ান ফুটবলার।
তিনি বলেন, উদযাপনটি ছিল আমার আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য। তিনি আমার আদর্শ। যেভাবে আজকে আমরা খেলেছি এবং যা করেছি, তাতে আমি খুবই খুশি। বার্সেলোনাকে হারানো সহজ নয় এবং ৪-১ গোলের জয় তো আরও কঠিন। প্রায় নিখুঁত একটি ম্যাচ খেলেছি আমরা।
ভিনিসিয়ুসের আগে দুই ব্রাজিলিয়ান এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করলেও সেটি বার্সেলোনার হয়ে। ১৯৫৮ সালে ইভারিস্টো ও ১৯৯৪ সালে রিয়ালের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোমারিও।