গুরুত্বপূর্ণ ম্যাচে নাটকীয় ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ভিএআরে নিজেদের পেনাল্টি চলে যায় বিপক্ষ দলের কাছে। একই হ্যান্ডবল প্রতিপক্ষ করলেও পাশ কাটিয়ে যায় রেফারি। সব মিলিয়ে সেভিয়ার বিরুদ্ধে ২-২ গোলে ড্র করা ম্যাচের পর রেফারিং নিয়ে বেশ ক্ষুব্ধ রিয়াল কোচ জিনেদিন জিদান। তার মতে, একটি কেন হ্যান্ডবল, অন্যটি কেন নয় তা তিনি বুঝতে পারছেন না।
দ্বিতীয়ার্ধের শুরুতে কর্নার থেকে ডি-বক্সে হোয়ান হোরদানের হাতে বল লাগলে পেনাল্টি আবেদন জানায় রিয়াল, তবে সাড়া দেননি রেফারি।
ম্যাচ শেষে জিদান জানান, হ্যান্ডবল নিয়ে রেফারির সিদ্ধান্ত বুঝতে পারছেন না তিনি। তিনি বলেন, ‘আমি বিষয়টি একেবারেই বুঝতে পারিনি। যদি মিলিতাওয়ের ক্ষেত্রে হ্যান্ডবল হয়, তাহলে সেভিয়ার ক্ষেত্রেও তা হ্যান্ডবল।’
সেভিয়া ম্যাচের পর রেফারি হুয়ান মার্তিনেস মুনুয়েরার সাথে কথা বলতে দেখা জিদানকে।
এ ব্যাপারে জিদান বলেন, ‘সে আমাকে বলে, মিলিতাওয়েরটা হ্যান্ডবল ছিল, কিন্তু সে আমাকে সন্তুষ্ট করতে পারেনি। আমি কখনো রেফারির সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করি না, কিন্তু আজ আমি ক্ষুব্ধ। তবে যা হওয়ার হয়েছে। এখন আমি যাই বলি, কিছুই আর পাল্টাবে না।
দল যেভাবে খেলেছে তাতে আমি খুশি। দ্বিতীয়ার্ধে আমরা ছিলাম অসাধারণ, আমাদের আরো বেশি কিছু প্রাপ্য ছিল।’