৯০ মিনিটের ধ্রুপদী লড়াইয়ে রোমাঞ্চ ছড়ানো লিওনেল মেসির অভিষেক হলো রূপালি পর্দায়। আর্জেন্টিনার জনপ্রিয় টিভি সিরিজ ‘লস প্রটেক্টরস’-এর দ্বিতীয় সিজনে অতিথি অভিনেতা হিসেবে দেখা যাবে পিএসজি তারকাকে।
নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি। সেই সুবাদে পেপসি, লেইস পটেটো, অ্যাডিডাসের মতো বিভিন্ন কমার্শিয়াল বিজ্ঞাপনে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে আর্জেন্টাইন সুপারস্টারের। তবে এই প্রথম রূপালি পর্দায় অভিনয় করেছেন মেসি।
সম্প্রতি মেসির শুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিন’ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। শুটিং শুরুর আগে হাসতে দেখা যায় মেসিকে। তাকে সাদরে স্বাগত জানান টিভি সিরিজের অন্যান্য অভিনেতারা। মেসিকে এই সিরিজের বিশেষ অতিথি হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ইতোমধ্যেই মেসির শুটিং সমাপ্ত হয়েছে। যার ছোট ক্লিপ প্রকাশ করেছে স্টার প্লাস এলএ। আর্জেন্টিনায় সেই ছোট্ট ভিডিও ক্লিপটি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
তবে এখনই প্রকাশিত হচ্ছে না মেসির পুরো অভিনয়। লস প্রটেক্টরসের সিজন-২ দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল পর্যন্ত।