English

18 C
Dhaka
শনিবার, জানুয়ারি ৪, ২০২৫
- Advertisement -

রিয়েল এস্টেট ব্যবসায় নামছেন মেসি

- Advertisements -

নাসিম রুমি: খেলোয়াড়ী জীবনের শেষদিকে এসে ব্যবসার দিকে নজর দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। জীবনের বেশিরভাগ সময় তার কেটেছে স্পেনের বার্সেলোনায়। সেই স্পেনেই এবার রিয়েল এস্টেট ব্যবসা শুরু করতে যাচ্ছেন আর্জেন্টিনার ফুটবল জাদুকর।

মেসির রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম ‘এদিফিসিও রোসটাওয়ার সোচিমি’। এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মেসি নিজেই। সম্প্রতি স্পেনের বাজারে এই বিনিয়োগ ট্রাস্ট আত্মপ্রকাশ করেছে। প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো (৭ হাজার টাকা) এবং মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো (২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকা)। স্পেনে এদিফিসিও রোসটাওয়ার বেশ কিছু হোটেল, অফিস স্পেস এবং অ্যাপার্টমেন্ট আছে।

মেসি খেলা নিয়ে ব্যস্ত থাকায় বিনিয়োগ ট্রাস্ট পরিচালনা করেন তার স্ত্রী আন্তনেল্লা রোকুজ্জে। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো বলেছেন, ‘মেসির এক্সচেঞ্জটি ২০২৩ সালে চালু করা হয়েছে। স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা) এটি তত্ত্বাবধান করে। কেন্দ্রীয় ব্যাংক শুধু তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দেয়, যখন শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন