ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক হামলার আজ চলছে সপ্তম দিন। রুশ বাহিনীর আক্রমণে বহু ইউক্রেনীয়র মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে। এর মধ্যে দুজন ফুটবলারের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন (ফিফপ্রো)।
ফিফপ্রো জানিয়েছে, গত শুক্রবার ভিটালি সাপিলো (২১) এবং দিমিত্রি মার্টিনেংকো (২৫) নামের ওই দুই ফুটবলার রুশ সামরিক বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন।
এর মধ্যে সাপিলো ইউক্রেনের ঘরোয়া শীর্ষ লিগের ক্লাব কার্পাথিয়ানস লভিভের বয়সভিত্তিক দলে খেলতেন। আর মার্টিনেংকো খেলতেন রাজ্যভিত্তিক ক্লাব এফসি গোস্টোমেলে। রুশ বাহিনীর হামলার সময় নিজ বাড়িতেই ছিলেন তারা।
ভিটালি সাপিলোকে ‘নায়ক’ বলে আখ্যায়িত করেছে তার ক্লাব কার্পাথিয়ানস লভিভ। এক বিবৃতিতে ক্লাবটি লেখে, ‘আমরা এই বীরের চিরন্তন স্মৃতি লালন করি। ’