English

17 C
Dhaka
রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
- Advertisement -

রদ্রিগোকে ব্রাজিলের ১০ নম্বর জার্সি দিতে চান নেইমার

- Advertisements -

রিয়াল মাদ্রিদ উইঙ্গার রদ্রিগোকে মনে করা হয় ব্রাজিলের আগামী দিনের তারকা। মাত্র ২১ বছর বয়স তার। এরই মধ্যে ব্রাজিলের জার্সিতে ৫টি ম্যাচও খেলে ফেলেছেন তিনি। আশা করা হচ্ছে, তিতের বিশ্বকাপগামী দলের অন্যতম সদস্য হতে যাচ্ছেন সম্ভাবনাময়ী এই তারকা।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের বিদায়ই ঘটে গিয়েছিল প্রায়। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে হিসাব-কিতাব উল্টে দিয়েছিলেন রদ্রিগো। নিজে দুর্দান্ত গোলই করেননি শুধু, ম্যাচের চারচিত্র বদলে দিয়ে বেনজেমাকে দিয়েও গোল করিয়েছেন। এর ফলেই সেমিফাইনাল খেলেছিল রিয়াল।

সেই রদ্রিগোকে ব্রাজিল জাতীয় ফুটবল দলে নিজের ১০ নাম্বার জার্সিটি দিয়ে দিতে চান নেইমার। রদ্রিগো নিজেই জানিয়েছেন এই তথ্য। রদ্রিগো জানিয়েছেন, নেইমার চান তার ১০ নম্বার জার্সিটা যেন রদ্রিগোই বহন করেন।

নেইমারের মতোই রদ্রিগো তার ক্যারিয়ার শুরু করেছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, ‘নেইমার আমাকে বলেছেন যে, আমি এরই মধ্যে জাতীয় দল থেকে প্রায় চলে যাওয়ার মুহূর্তে রয়েছি। আশা করি ১০ নাম্বার জার্সিটা হবে তোমার।’

‘আমি আসলে এ কথার জবাবে তাকে কী বলবো বুঝতে পারছি না। তার কথায় আমি বিব্রতবোধ করেছি এবং হাসছি। ওই সময় বুঝতে পারছিলাম না, কী বলবো। আমি শুধু তাকে বলেছি, অবশ্যই তিনি জাতীয় দলের হয়ে আরও খেলবেন। এই মুহূর্তে এই জার্সিটা আমার দরকার নেই। আমার কথা শুনে তিনি হেসে উঠলেন।’

আইকনিক ১০ নাম্বার জার্সিটি ব্রাজিলের হয়ে পরিধান করেছেন পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো এবং এরপর নেইমার।

৩০ বছর বয়সী নেইমার এরই মধ্যে ব্রাজিলের হয়ে ৭৪টি গোল করে ফেলেছেন। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি। এরই মধ্যে অবশ্য বলে দিয়েছেন, কাতার বিশ্বকাপই হবে ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ বিশ্বকাপ।

শুধু নেইমারই নন, রদ্রিগো সম্পর্কে মন্তব্য করেছেন আরও অনেকেই। এর মধ্যে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানও রয়েছেন। রদ্রিগো বলেন, ‘জিদান একদিন মন্তব্য করেছেন, আমিই হবো এক সময় বিশ্বের সেরা ফুটবলার। আনচেলত্তিও (রিয়ালর বর্তমান কোচ) আমার সম্পর্কে বলেছেন। আমি অনুশীলন করে যাচ্ছি এবং চেষ্টা করছি, নিজেকে আরও উন্নত করার। আমি খুবই খুশি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

গোলবন্যা সুপার কাপ বার্সোলোনার