যৌন হয়রানির অভিযোগে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজের ৯ বছরের কারাদণ্ড দাবি করেছেন স্প্যানিশ আইনজীবীিরা। ২০২২ সালে স্পেনের বার্সালোনার একটি নাইটক্লাবে এক তরুণীকে যৌন হয়রানি করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
একই অভিযোগে আলভেজের কাছে এক লাখ ৬৩ হাজার ডলার জরিমানা করার দাবি করেছেন আইনজীবীরা। এই অভিযোগে গত জানুয়ারিতে গ্রেফতার হওয়ার পর থেকে এখন পর্যন্ত স্পেনের কারাগারে আছেন সাবেক বার্সা তারকা।
তবে নিজের আনা এই অভিযোগ অস্বীকার করেছেন দানি। একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার। আলভেজের দাবি, সম্মতির ভিত্তিতেই অভিযোগকারীর সঙ্গে যৌন আচরণ করেছেন তিনি।
অভিযোগ অস্বীকার করে গত জুনে আলভেজ বলেন, ‘সেদিন রাতে সাটন নাইটক্লাবের বাথরুমে যা ঘটেছিল তা আমার স্পষ্ট মনে আছে; যেটা ঘটেনি এবং যেটা ঘটেছে। আমি সেই নারীর সাথে জোর করে কিছু করিনি।’
তবে ৪০ বছর বয়সী সাবেক তারকা ফুটবলারের বিরুদ্ধে বিচারের দিন ধার্য করা হয়নি। যদি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে স্পেনের আইন অনুসারে ১৫ বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে দানি আলভেজকে।
আলভেজ একটি সফল ফুটবলার। তিনি ক্যারিয়ারে ছোটবড় ৪২টি শিরোপা জিতেছেন। তিনটি চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছিলেন সাবেক বার্সালোনা তারকা।