বিশ্বকাপের চলতি আসরে অন্যতম ফেভারিট ব্রাজিল। হেক্সা মিশনে কাতারে পাড়ি জমিয়েছে নেইমাররা। সেখানেই অনুশীলন করছে কোচ তিতের শিষ্যরা। অনেকটা গোপনেই অনুশীলন সারছে সেলেসাওরা। ব্রাজিলের অনুশীলনে প্রবেশের সুযোগ পাচ্ছে না সংবাদমাধ্যমও।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপে প্রথম অঘটন সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার নিরুংকুশ পরাজয়। এরপর থেকেই ফুটবল ভক্তদের ভয় ব্রাজিলের প্রথম ম্যাচের ফলাফল। কারণ, অধিকাংশ ফুটবল ভক্তদের আগ্রহের জায়গা এই দুই দলের ম্যাচেই।
প্রথম ম্যাচে ব্রাজিল কেমন ফরমেশনে খেলতে পারে, কোন কোন ফুটবলার থাকছেন একাদশে, এ নিয়ে চলছে নানান গুঞ্জন। কোচ তিতেও চেষ্টা করছেন দলের অনুশীলন-কৌশল আড়াল করতে, কিন্তু সহসাই তা গোপন রাখা যাচ্ছে না!
ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচে নিয়মিত ধারার বাইরে একাদশ সাজাবেন তিতে। তিতের মূল মনোযোগ ব্রাজিলের আক্রমণভাগে। এজন্য মিডফিল্ডে কম জোর দেবেন।
সেলেসাওদের আক্রমণভাগের মূল দায়িত্বে থাকবেন নেইমার ও রিচার্লিসন। দুই পাশ থেকে তাদের সঙ্গ দেবেন ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া। আর মিডফিল্ডে মাঠ মাতাবেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ফ্রেদ ও ওয়েস্ট হাম তারকা লুকাস পাকেতা। পাকেতা অবশ্য অনেকটা মধ্যমাঠ ও আক্রমণভাগের মাঝামাঝিই খেলবেন। গোলবারের ভূমিকায় যথারীতি অ্যালিসন।
নেইমারদের রক্ষণভাগের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ থিয়াগো সিলভা। তার মাঝে থাকবেন মার্কিনিওস। দুই পাশ থেকে তাদের সঙ্গী হবেন অ্যালেক্স সান্দ্রো ও দানিলো।
সোমবার ও মঙ্গলবার এভাবেই ‘ক্লোজড-ডোরে’ শুরুর একাদশ সাজিয়ে অনুশীলন সেরেছে সেলেসাওরা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কোন কৌশলে হাঁটছেন কোচ তিতে।
বিশ্বকাপের ২২তম আসরে ‘জি’ গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচ ২৪ নভেম্বর। এদিন দিবাগত রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এ ছাড়া গ্রুপ পর্বে অপর দুই ম্যাচে ২৮ নভেম্বর রাত ১০টায় দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ড ও ২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।