বাবা শখ করে নাম রেখেছিল এডসন আরান্তেস নাসিমেন্তো। এই নামকরণের কারণ, পেলের বাবা ছিলেন বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের ভক্ত। তিনি ভেবেছিলেন, ছেলের নামের সৌজন্যে তার বাড়িতে দ্রুত ইলেক্ট্রিসিটি আসবে। তাই ‘এডিসন’ থেকে ছেলের নাম রাখলেন ‘এডসন’।
আরেক শীর্ষ মিডিয়া সিএনএন বলছে, ততদিনে ‘পেলে’ নামটি তার পরিচিতমহলে ছড়িয়ে পড়েছিল। তাই এই নামেই পরিচিত হন এডসন আরান্তেস নাসিমেন্তো। এই ‘পেলে’ নামটির কোনো অর্থও নেই। সহপাঠীদের মজা করে দেওয়া এই নামটিই যে পরবর্তীতে পৃথিবী বিখ্যাত হয়ে যাবে তা কে জানত? তিনটি বিশ্বকাপজয়ী বিশ্বের একমাত্র ফুটবলার পেলে গতকাল বৃহস্পতিবার রাতে চিরবিদায় নিয়েছেন। কিন্তু ফুটবল যতদিন টিকে থাকবে, ততদিন উচ্চারিত হবে ‘পেলে’ নামটি।