নাসিম রুমি: বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক অভিষেকে জয়ের দেখা পাননি হামজা চৌধুরী। ভারতের সঙ্গে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি ড্র হয়েছিল। তবে যুক্তরাজ্যে ফিরেই জয়ের স্বাদ পেলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ডিফেন্সিভ মিডফিল্ডারের দল শেফিল্ড ইউনাইটেড হারিয়ে দিয়েছে কভেন্ট্রিকে।
স্থানীয় সময় গতকাল শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের হয়ে মাঠে নামেন। কভেন্ট্রির বিপক্ষে তার দল জিতেছে ৩-১ গোলে। এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ লিগ ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার পথটা আরও মসৃণ হয়েছে শেফিল্ড ইউনাইটেডের। ৩৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা।
এর আগে গত মঙ্গলবার শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে অভিষেক হয় হামজার। মাঝমাঠে তিনি আলো ছড়ালেও ম্যাচটি গোলশুন্য ড্র হয়। বাংলাদেশ বেশ কয়েকটি গোলের সুযোগ মিস করে। ওই ম্যাচ শেষে গত বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যান। হামজা ১টি গোল করেন খেলা শেষ হওয়ার চার মিনিট আগে।