মেক্সিকোর বিপক্ষে গোল ও অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে দারুণ এক জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। শনিবার রাতে লুসাইল স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার আশা টিকে রইলো। এই জয়ের দিনে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দুই রেকর্ড স্পর্শ করেছেন মেসি।
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ডটি এতো দিন ছিল ম্যারাডোনার একার। ১৯৮২ থেকে ১৯৯৪ বিশ্বকাপ পর্যন্ত এই ম্যাচগুলো খেলেছিলেন ম্যারাডোনা। মেক্সিকোর বিপক্ষে শনিবার রাতের ম্যাচটি ছিল বিশ্বকাপে মেসিরও ২১তম ম্যাচ। ৩০ নভেম্বর পোল্যান্ডের ম্যাচে মাঠে নামলে মেসি হয়ে যাবেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
মেসি স্পর্শ করেছেন বিশ্বকাপে ম্যারাডোনার গোলের রেকর্ডও। ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক ম্যারাডোনা বিশ্বকাপে মোট ৮টি গোল করেছিলেন। পাঁচ বিশ্বকাপে খেলা মেসির মোট গোলসংখ্যাও এখন ৮টি। আর ১টি পেলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি। ম্যারাডোনার রেকর্ডে ভাগ বসালেও ম্যারাডোনার মতো বিশ্বকাপ জেতা হয়নি মেসির। মেসি কি পারবেন এবারের বিশ্বকাপ জিততে? সেটা সময়ই বলে দেবে।