জাতীয় দল থেকে পাওলো দিবালা ছিটকে পড়ার পর তাকে ঘিরে এবার পাওয়া গেল আরও বড় দুঃসংবাদ। চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার করাতে হবে। ফলে চলতি মৌসুমে তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে রোমার এই তারকা ঘোষণা দেন যে, উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলার সুযোগ না পাওয়ার পর তিনি অস্ত্রোপচারের মাধ্যমে তার পেশির সমস্যার সমাধান করবেন। বাঁ পায়ের হ্যামস্ট্রিং পেশির চোটের কারণেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি।
নিজের পোস্টে দিবালা লেখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য। পরীক্ষার ফলাফল ও বিভিন্ন বিকল্প পর্যালোচনা করার পর আমি এখন অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারি।
তিনি আরও লেখেন, আমি কিছুদিন মাঠের বাইরে থাকলেও এই গুরুত্বপূর্ণ সময়ে আমি আমার রোমা সতীর্থদের সমর্থন করব এবং জাতীয় দলকেও একজন ভক্তের মতো উৎসাহ দেব। আমি দ্রুতই ফিরে আসব, আরও শক্তিশালী হয়ে—এটি আমার প্রতিশ্রুতি।
দিবালার পর তার ক্লাব রোমাও এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, পাওলো দিবালা আগামী কয়েক দিনের মধ্যে তার বাঁ পায়ের সেমিটেন্ডিনোসাস টেন্ডনের ইনজুরির জন্য অস্ত্রোপচার করাবেন। খেলোয়াড় ও ক্লাব যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য এটি সঠিক পথ। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি এবং মাঠে ফেরার অপেক্ষায় আছি!
উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে ছিলেন দিবালা। বিশেষ করে মেসির অনুপস্থিতির কারণে মূল একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু গত রবিবার ক্যাগলিয়ারির বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর আর্জেন্টিনার কোচিং স্টাফ তাকে দল থেকে বাদ দেয়।