English

19 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
- Advertisement -

মেসি-সুয়ারেজ গোলবিহীন, জিতল না মায়ামি

- Advertisements -

নাসিম রুমি: লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের গোল মানেই ইন্টার মায়ামির জয়! মেজর লিগ সকারে (এমএলএস) এটি যেন অলিখিত নিয়ম। তবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল পাননি দুই মহাতারকা। ফলে প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেরার্দো মার্তিনোর শিষ্যরা।

যদিও বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে হওয়ার এ ম্যাচের মূল একাদশে রাখা হয়নি মেসি ও সুয়ারেজকে। সদ্য ইনজুরি থেকে ফেরা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামেন ম্যাচের ৬১ মিনিটে। আর চলতি মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উরুগুয়ের তারকাকে মাঠে নামানোয় ম্যাচের ৮০ মিনিটে। এ সময়ে গোল পাননি কেউ। মূল একাদশে ছিলেন না জর্দি আলবাও।

উল্টো ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শটে অ্যালেক্সি মিরানচুককে গোলে হার এড়ায় আটলান্টা ইউনাইটেড। এমএলএসে মিরানচুকের এটি প্রথম গোল। এর আগে ইন্টার মায়ামির বিপক্ষে দুদফা পিছিয়ে পড়েও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। টানা পাঁচ ম্যাচে জয়ের পর ড্র করল মায়ামি।

যদিও ম্যাচে প্রথম গোল পায় মার্তিনোর শিষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে ডেভিড লুইজের গোলে এগিয়ে যায় মায়ামি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। ম্যাচের ৫৬ মিনিটে সাবা লবজানিদজের সমতায় ফেলে আটালান্টা। চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল।

তবে সেই সমতা স্থায়ী ছিল মাত্র ৩ মিনিট। ৫৯ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে আবারও লিড পায় মায়ামি। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামেন মেসি (৬১ মিনিটে)। আর ৮০ মিনিটে মাঠে আসেন সুয়ারেজ।

দুই তারকার উপস্থিতিতে দ্বিতীয় গোলটি হজম করে পয়েন্ট খোয়ায় মায়ামি। এরপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মেসি-সুয়ারেজরা। ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। আর সমান ম্যাচে ৩২ পয়েন্টে টেবিলের ১১ নম্বরে রয়েছে আটালান্টা। প্লে অফে খেলতে হলে পয়েন্ট টেবিলের নবমে উঠতে হবে দলটিকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আজকের রাশিফল

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন