কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিবিরে লিওনেল মেসির সবচেয়ে পুরনো সঙ্গী অ্যাঞ্জেল ডি মারিয়া। দু’জন সাক্ষী হয়েছেন আর্জেন্টিনার অনেক সফলতা-ব্যর্থতার।
কাতার বিশ্বকাপ মিশনে আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই বিশ্বকাপে আর্জেন্টিনা শিবিরে লিওনেল মেসির সবচেয়ে পুরনো সঙ্গী অ্যাঞ্জেল ডি মারিয়া। ফুটবলে নৈপুণ্যতার জন্য মেসিকে ভিনগ্রহেরই কোনো প্রাণী মনে করেন জুভেন্টাস তারকা । তবে সাবেক বার্সা তারকার পায়ে যতই জাদু থাকুক না কেন, তাকে সব সময় বল দেওয়া জরুরি মনে করেন না ডি মারিয়া।
সম্প্রতি বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে ‘লা নাসিওন’কে দেওয়া সাক্ষাতকারে প্রিয় সতীর্থ মেসির বিষয়ে নিজের ভাবনার কথা জানান ডি মারিয়া। তিনি বলেন ডি মারিয়া বলেন, ‘মেসি বিশ্বের সেরা, ও ভিনগ্রহের এবং এ কথা বলতে আমি কখনো ক্লান্তবোধ করব না। আবারও বলছি মেসির সঙ্গে খেলতে পারাই আমার জীবনের সেরা অর্জন। একসঙ্গে অনেক বছর ধরে জাতীয় দলে খেলছি। ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলা হয়েছে। তার সঙ্গে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
তিনি বলেন, ‘মাঠে মেসির সঙ্গে লেগে থাকার চেষ্টা করি। তাকেই খুঁজি। যদিও মেসি ভালো ফিনিশার তবে সব সময়ই তাকে বল দেওয়া জরুরি নয়। কখন তাকে বল দিতে হবে সেটা ভাবতে হবে।’