নাসিম রুমি: ক্রিশ্চিয়ানো রোনালদো কিছুদিন আগেই ৯০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন। গতকাল সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে গোল করেন রোনারদো। তাতে পর্তুগিজ মহাতারকার গোলসংখ্যা হলো ৯০২।
পাঠকের মনে প্রশ্ন জাগতে পারে লিওনেল মেসির গোল সংখ্যা কত? ইনজুরি কাটিয়ে দুই মাস দুই দিন পর মাঠে ফিরেছেন মেসি। ফিরেই ইন্টার মায়ামির হয়ে করেছেন জোড়া গোল। সবশেষ আটলান্টার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে ২৯ মিনিট খেলেন তিনি কিন্তু গোল পাননি।
মেসি জাতীয় দল অর্থাৎ আর্জেন্টিনার হয়ে করেছেন ১০৯ গোল। বার্সেলোনার হয়ে তার গোল সংখ্যা ৬৭২, পিএসজির হয়ে ৩২ এবং ইন্টার মায়ামির হয়ে ২৭ গোল মেসির। এছাড়া বার্সা বি দলের হয়ে ৬ টি গোল করেন তিনি। অর্থাৎ মেসির গোল সংখ্যা ৮৪৬টি। ‘বি’ দলের গোলগুলো বাদ দিলে গোলসংখ্যা দাড়ায় ৮৪০-এ।
সেই হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে আরও ৬০ গোল প্রয়োজন মেসির। ক্যারিয়ারে মেসি গড়ে প্রতি ১০৪.৬ মিনিটে গোল করেছেন। যদি এই গড় বজায় থাকে তবে ৭০ ম্যাচ লাগবে ৬০ গোল হতে।
মায়ামিতে যোগদানের পর মেসি ৩০ ম্যাচে ২৭ গোল করেছেন। গড়ে প্রতি ৯০.৪ মিনিটে একটি গোল। যদি এই ধারা বজায় থাকে তবে মেসির ৯০০ গোল করতে খেলতে হবে আর ৬১ ম্যাচ।
মেসি ২০১১-১২ মৌসুমে দারুণ মৌসুম কাটান। গোল করেছিলেন প্রতি ৭২ মিনিটে একটি। যদি মেসি তেমন এক মৌসুম কাটাতে পারেন তবে আর ৪৮ ম্যাচেই মেসির ৯০০ গোলের মাইলফলক ছুঁতে পারবেন।
এটিও মাথায় রাখতে হবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ইনজুরিসহ নানা করণে ২৫ ম্যাচ মিস করেছেন। তবে মেসি যদি সুস্থ থাকেন এবং তার গোল গড় অনুযায়ী গোল করতে পারেন ধারণা করা হচ্ছে, আগামী মৌসুমেই ৯০০ গোলের মাইলফলক ছুঁইবেন।