English

23 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০২৪
- Advertisement -

‘মেসির সমপর্যায়ের তবে রোনালদোর থেকে অনেক ভালো নেইমার’

- Advertisements -
নিজের প্রজন্মের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় নেইমার জুনিয়র। তা নিয়ে কারও সন্দেহ নেই। লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে বয়সে কয়েক বছরের ছোট হলেও দুই মহারথীর সঙ্গেই ব্রাজিলিয়ান তারকার নাম উচ্চারিত হতো। তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে পরিসংখ্যানে দেখা যায় মেসি-রোনালদোর ধারেকাছেও নেই আল হিলাল স্ট্রাইকার।

ব্যক্তিগত কিংবা দলীয় সাফল্যে যোজন যোজন পিছিয়ে থাকলেও নেইমারই নাকি রোনালদোর থেকে অনেক ভালো খেলোয়াড়- এমনটি জানিয়েছেন বোতাফোগোর প্রেসিডেন্ট ডারসেসিও মেলোর। আর মেসির সম পর্যায়ের খেলোয়াড় বলে মনে করেন তিনি। এসেনহা অভিনেগ্রা নামের এক টকশোতে এমন মন্তব্য করেছেন বোতাফোগোর সভাপতি।

ব্রাজিলিয়ান ক্লাবটির সভাপতি মেলোর বলেছেন, ‘সৃষ্টিকর্তা না করুক।
এখন পর্যন্ত যাদের খেলা দেখেছি নেইমার সে সব তারকাদের মধ্যে অন্যতম। সে মেসির সম পর্যায়ের। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর থেকে অনেক ভালো খেলোয়াড়। কিন্তু সে তার ক্যারিয়ার ধ্বংস করেছে।
যার ফল সে এক বছর ধরে চোটে ভুগছে এবং আবারও চোটে পড়েছে।’
মেলোর এমন মন্তব্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে অবশ্য প্রশ্ন থেকেই যায়। মেসি-রোনালদোরা যখন একে অপরকে টেক্কা দিয়ে ব্যালন ডি’অর জয়ের নেশায় মত্ত। তখন নেইমার বেশিরভাগ সময় চোট কাটিয়ে মাঠে ফেরা নিয়ে ব্যস্ত। মেসির ৮ বারের বিপরীতে রোনালদো জিতেছেন ৫ বার।
অন্যদিকে ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার নামের পাশে সংখ্যাটা জিরো। এ ছাড়া দলীয় সাফল্যে দুই মহারথীর কাছাকাছি নেই নেইমার। ক্লাব সাফল্য তো আছেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ এবং দুইটি কোপা আমেরিকা জয়ের কীর্তি রয়েছে ‘এলএম টেনের’। রোনালদোর রয়েছে ইউরো ও নেশনস লিগ জয়ের ট্রফি। বিপরীতে নেইমারের আছে শুধু কনফেডারেশন কাপের ট্রফি।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন