কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি এবং জুলিয়ান আলভারেজ। পরাজয়ের পর স্বাভাবিকভাবেই অজিদের মন খারাপ ছিল। কিন্তু তাদের কয়েকজনকে দেখা গেল আর্জেন্টিনার ড্রেসিংরুমের সামনে।
সবাই খুঁজছেন লিওনেল মেসিকে!
গত শনিবার রাতের ওই ম্যাচে লিওনেল মেসির বিপক্ষে খেলতে পারাই যেন অজি ফুটবলারদের জন্য বিরাট একটা ব্যাপার। তাই মেসির গোলে হারলেও তার সঙ্গে ছবি তুলতে আর্জেন্টিনার ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে ছিলেন অস্ট্রেলিয়ার ফুটবলাররা। যাদের মাঝে ছিলেন ক্রেগ গুডউইন, কিয়ানো বাক্কাস, জোয়েল কিং ও মার্কো টিলিওরা।একটু পরই সেখানে উপস্থিত হন মেসি। প্রথমে নিজের কাজে চলে যেতে চাইলেও অজি ফুটবলারদের ছবি তোলার অনুরোধে ঘুরে দাঁড়ান। হাসিমুখে একে একে সবার আবদার মিটিয়ে চলে যান ড্রেসিংরুমে। ম্যাচের পরবর্তী দুই দিনে এই ঘটনার ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। উল্লেখ্য, এই ম্যাচ দিয়েই নক-আউট পর্বে প্রথম গোল করলেন পাঁচ বিশ্বকাপ খেলা মেসি।
দেখুন ভিডিও :