সদ্য চাকরি হারানো কোচ কিকে সেতিয়েনের সঙ্গে লিওনেল মেসিসহ সিনিয়র খেলোয়াড়দের সম্পর্ক ভালো ছিল না। যার ফলে ৮ গোল খাওয়ার লজ্জা পেতে হয়েছে বার্সাকে। দলের সংহতি ঠিক করতে এবার মেসির সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। এদিকে মেসির দলবদলের গুঞ্জন জোরদার হয়েছে। দলের অধিনায়ককে ধরে রাখতে তাকে ক্লাবের পরিকল্পনা নিয়ে বিস্তারিত বোঝানোর কথা ভাবছেন নতুন বার্সা কোচ।
নিজের প্রথম সংবাদ সম্মেলনে কোম্যান বলেছেন, ‘মেসির সঙ্গে ক্লাবের চুক্তি রয়েছে। সে এখনও বার্সেলোনার খেলোয়াড়। তার সঙ্গে আমার কথা বলতে হবে, কারণ সে দলের অধিনায়ক। তার সঙ্গে আমাদের কাজ করতে হবে এবং আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলতে হবে। আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। মেসির ক্ষেত্রে, আশা করি সে আমাদের সঙ্গেই থাকবে।’
দলের বর্তমান অবস্থায় প্রচণ্ড বিরক্ত মেসি। শোনা যাচ্ছে, তিনি বার্সা ছাড়তে পারেন। ক্যারিয়ারের পুরোটাই বার্সেলোনায় খেলা মেসির ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ২০২০-২১ মৌসুমের শেষ পর্যন্ত। তবে কিছুদিন আগে তিনি চুক্তি নবায়নের আলোচনা পিছিয়ে দিয়েছেন। এরপর গত এক যুগে প্রথমবার শিরোপাশূন্য মৌসুম পার করেছে কাতালান ক্লাবটি। বার্সা সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ বরাবরের মতো এই গুঞ্জন উড়িয়ে দিলেও মেসিকে নিয়ে কেউ নিশ্চিত হতে পারছে না।
মেসিকে বার্সায় ধরে রাখতে কোম্যান আরও বলেন, ‘মেসিকে আমার বোঝাতে হবে কি-না, সেটা জানি না। সে বিশ্বের সেরা খেলোয়াড়। আর বিশ্বের সেরা খেলোয়াড়কে সবাই তার দলেই চাইবে। এমন কেউ বিপক্ষে খেলুক, কেউ চায় না। কোচ হিসেবে মেসির সঙ্গে কাজ করতে আমার দারুণ লাগবে, কারণ সে ম্যাচ জেতাতে পারে। সে যদি সবসময়ের মতো তার সামর্থ্যের পরিচয় দিতে পারে, তাহলে সে থাকলে আমি খুশি হব।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন