English

27 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫
- Advertisement -

মেসির দুর্দান্ত গোলে পয়েন্ট নিয়ে ফিরল মায়ামি

- Advertisements -

বয়স হয়ে গেছে ৩৭। এই বয়সে উপভোগের জন্যই ফুটবল খেলছেন সর্বজয়ী লিওনেল মেসি। তবে গোল করতে যে ভুলে যাননি তার প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। বাংলাদেশ সময় আজ সকালেও গোল দিয়ে হারের হাত থেকে বাঁচিয়েছেন ইন্টার মায়ামিকে।

মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মায়ামি। দুই দলই তাদের গোল দিয়েছে প্রথমার্ধের যোগ করা সময়ে। প্রথম গোলটি অবশ্য টরন্টোই দিয়েছিল। মেসির গোলে সমতায় ফেরে মায়ামি।

আজ পোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে টরন্টোর হয়ে গোলটি করেন একসময়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে খেলা ফেদেরিকো বের্নারদেস্কি। তবে এই সাবেক ইতালিয়ান উইঙ্গারের গোলের কিছুক্ষণ পরই মায়ামির হয়ে জ্বলে ওঠেন মেসি। বক্সের মাথায় বল পেয়ে ডান পায়ে থামিয়ে বাঁ পায়ের ভলিতে দুর্দান্ত গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

চলতি এমএলএসে এই নিয়ে চতুর্থ ম্যাচে তৃতীয় গোল পেলেন মেসি। ২০২৩ সালে ফরাসি ক্লাব পিএসজি থেকে মায়ামিতে পাড়ি দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৪৪তম গোল। ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা এখন দাঁড়াল ৮৫৬টিতে।

চলতি মৌসুমে মায়ামির এটি দ্বিতীয় ড্র। ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ২ ড্র ও ৪ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্লাবটি। এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বাস ক্রু। অন্যদিকে, এখনো জয় না পাওয়া টরন্টো ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে। পরের ম্যাচে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে লড়বে মায়ামি। প্রথম লেগে ১-০ গোলে হেরে গিয়েছিলেন মেসিরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন