বার্সা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। তবুও যেন বার্সা-মেসি আলোচনা থামছেই না। ছয়বারের ব্যালন ডি’অরজয়ী তারকা বার্সায় নিজের সাফল্যকে এমনই উচ্চতায় নিয়ে গেছেন যে, তার জার্সি পরারও সাহস দেখাচ্ছেন না কেউ।
এই মৌসুমে বার্সেলোনায় নাম লিখিয়েছেন মেসির কাছের মানুষ সার্জিও আগুয়েরো। তার আর্জেন্টাইন এই সতীর্থকেই দেয়া হয়েছিল সেই বিখ্যাত ১০ নম্বর জার্সি পরার প্রস্তাব। কিন্তু আগুয়েরো সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তারকা এই স্ট্রাইকার জানিয়েছেন, নতুন ক্লাবে ১৯ নম্বর জার্সি পরবেন, তবু মেসির ১০ নম্বর নেবেন না।
বার্সা তারকা জেরার্ড পিকের সাথে একটি টুইচ স্ট্রিমে উপস্থাপক ইবাই লানোস বলছিলেন, ‘কেউই ১০ নম্বর জার্সি পরতে চাচ্ছে না, কেউই না। এতটা সাহস কারো নেই।’
জবাবে পিকে বলেন, ‘হ্যাঁ। তবে আমার মনে হয় কাউকে এটা পরতে হবে। আমি কুনকে (আগুয়েরো) বলেছিলাম পরতে, কিন্তু সে নিশ্চিত নয়।’
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আগুয়েরো নিশ্চিত করেছেন, তিনি ১০ নম্বর জার্সি পরবেন না।