নাসিম রুমি: ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাবে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একের পর এক গোল করে ক্লাবটিকে প্রথমবার লিগস কাপের ফাইনালে তুলেছেন তিনি। আর এই ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ৪৬০ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ হাজার টাকা। আর সর্বোচ্চ টিকিটের দাম বাংলাদেশি টাকায় ১৩ লাখ টাকা।
জিওডিস পার্ক স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ৩০ হাজার। সব টিকিট কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেছে। তবু একটা টিকিটের আশায় বহু মানুষ বিক্রেতা প্রতিষ্ঠানে ফোন করছেন। মায়ামি থেকে আসা অনেকে নাশভিল সমর্থকদের কাছ থেকে আরও বাড়তি দামে টিকিট কিনছেন।
মায়ামি-ন্যাশভিল ম্যাচের সকল টিকিট বিক্রি হয়েছে অনলাইনে। অনেকে আবার দ্বিগুণ দামে ন্যাশভিলের সমর্থকদের কাছ থেকে কিনছেন।