লিওনেল মেসির সৌদি আরবের ক্লাব আল হিলালে যাওয়ার গুঞ্জন যেন থামছেই না। এর আগে ফরাসি গণমাধ্যম দাবি করেছিল, মেসির সঙ্গে আল হিলালের চুক্তি হয়ে গেছে। কিন্তু পরে মেসির বাবা হোর্হে মেসি তা অস্বীকার করেন। এদিকে পিএসজির সঙ্গে মেসির সম্পর্ক দিনে দিনে খারাপ হচ্ছে। তাই সাংবাদিকরা এবার আল হিলাল সভাপতি ফাহাদ বিন নাফেলকেই প্রশ্ন করলেন মেসির সম্পর্কে।গতকাল শনিবার রাতে কিংস কাপের রুদ্বশ্বাস ফাইনালে আল–ওয়েহদাকে টাইব্রেকারে ৭-৬ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আল–হিলাল। ম্যাচের পর মেসির বিষয়ে প্রশ্ন করা হলে ফাহাদ বলেন, ‘আমাকে মেসি নিয়ে কিছু জিজ্ঞাসা করবেন না। আমি কোনো খবর দেব না। যদি আনুষ্ঠানিকভাবে কোনো খবর আসে, তবে প্রেস বিভাগের মাধ্যমে তা আপনারা জানতে পারবেন।’
সম্প্রতি ক্লাবের অনুমতি না নিয়েই সৌদি আরব সফরে গিয়েছিলেন দেশটির পর্যটন শুভেচ্ছাদূত মেসি। এ কারণে পিএসজি তাকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছিল। এরপর মেসি এক ভিডিওবার্তায় ক্লাব এবং সতীর্থদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। মেসিকে ‘ক্ষমা’ করে দিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় পিএসজি। গতকাল রাতে মেসি পিএসজির হয়ে মাঠেও নেমেছিলেন।