বাংলাদেশ জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন এবার মালদ্বীপের লিগে খেলার জন্য দেশটিতে পাড়ি জমিয়েছেন। যেখানে সাবিনার সঙ্গী বসুন্ধরা কিংস ক্লাবে তারই সতীর্থ মাতসুশিমা সুমাইয়া।
আজ (৩০ সেপ্টেম্বর) সকালে মালদ্বীপের উদ্দেশে উড়াল দেন এই দুই নারী ফুটবলার। যেখানে দুই ফুটবলার খেলবেন ধিবেহি সিফাইং ক্লাবে। এটি মালদ্বীপের ডিফেন্স ফোর্সের আওতাধীন ফুটবল ক্লাব। সাবিনা এই ক্লাবের হয়ে এর আগে আরও তিনবার মাঠে নেমেছিলেন।
২০১৫ সালে প্রথমবার মালদ্বীপের লিগে খেলতে গিয়েই ডিফেন্স ফোর্সের হয়ে খেলেছিলেন সাবিনা। এরপর থেকেই আছেন ধীবেহির হয়ে। মালদ্বীপ লিগে এ নিয়ে পঞ্চমবারের মতো খেলতে যাচ্ছেন সাবিনা। যেখানে আগের চার মৌসুমে বাঘিনী এই স্ট্রাইকারের ৩১ গোল আছে।
এদিকে তার সঙ্গী সুমাইয়ার জন্য এবারই প্রথম এমন অভিজ্ঞতা। সুমাইয়া জন্মসূত্রে জাপানি হলেও বাংলাদেশের জাতীয় দলের আশেপাশেই রয়েছেন। সাবিনা-সুমাইয়া খেলার জন্য উড়াল দিলেও জাতীয় দলের অন্য নারী সদস্যরা এই মুহূর্তে ছুটিতে আছে।