দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে। বিদায়টা তাই অশ্রুসিক্ত হলো মার্সেলোর। কান্নাভেজা চোখে ১৬ বছরের সম্পর্কের ইতি টেনে রিয়াল মাদ্রিদকে বিদায় বললেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। সান্তিয়াগো বের্নাব্যুতে সোমবার আনুষ্ঠানিকভাবে রিয়াল ছাড়ার ঘোষণা দেন ব্রাজিলিয়ান এই লেফটব্যাক।
স্প্যানিশ ক্লাবটি থেকে মার্সেলোর বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন রিয়ালের সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সিআরসেভেন লিখেছেন, ‘সে (মার্সেলো) আমার একজন সতীর্থের চেয়েও বেশি কিছু। ফুটবল আমাকে এই ভাই দিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সে অন্যতম সেরা তারকাদের একজন, যার সঙ্গে আমি ড্রেসিং রুম ভাগাভাগি করার আনন্দ পেয়েছি। নতুন অভিযানে সবকিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ো, মার্সেলো। ’
আবারও রিয়ালে ফিরে আসার কথা জানিয়েছেন মার্সেলো। রিয়ালকে বিদায় বললেও এখনই ফুটবলকে বিদায় বলছেন না এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াল থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দেবেন অন্য কোনো ক্লাবে। অবশ্য কোন ক্লাবে যাবেন সেটা এখনো চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে মার্সেলোর বক্তব্য, ‘আমি অবসরে যাচ্ছি না এখন। আমি অনুভব করছি, এখনো খেলতে পারব। রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলব? এটা সমস্যা হবে না। আমি মাদ্রিদিস্তা কিন্তু আমি একজন পেশাদার। ’