English

18 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

মায়ামি কবে ফিরবেন মেসি, যা বললেন সুয়ারেজ

- Advertisements -

চোটের সঙ্গে লড়াইটা লিওনেল মেসির চলছে অনেক দিন থেকে। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, বাদ যাচ্ছে না কোনো কিছুই। কোপা আমেরিকার ফাইনালে গোঁড়ালির চোটে পড়ায় অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।

মেসি কবে ফিরবেন, সেটা বলতে পারছেন না ইন্টার মায়ামির সতীর্থরা। অনিশ্চয়তার মধ্যে সুখবর দিলেন মেসির দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেজ। যেখানে মেসি-সুয়ারেজ জুটি একসঙ্গে বার্সায় খেলেছে অনেক ম্যাচ। সেই পুরোনো জুটি এবার দেখা যাচ্ছে মায়ামিতেও।

সোমবার সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘সবাই জানেন যে লিও এই ক্লাব, তার জাতীয় দলের জন্য কতটা নিবেদিত প্রাণ। মাঠে ফেরার তীব্র ইচ্ছা রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, তার মাঠে ফেরার সম্ভাবনা বাড়ছে। আমরা তো তাকে সেখানেই দেখতে চাই।’

এবারের লিগস কাপে ইন্টার মায়ামির প্রথম ম্যাচটা ডাগআউটে বসে দেখতে হয়েছে মেসিকে। চেজ স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে পিউবলাকে ২-০ গোলে হারিয়েছে মায়ামি। গোল দুটি করেছেন মাতিয়াস রোজা ও সুয়ারেজ। ম্যাচ শেষে হাসিমুখে মাঠ ছাড়তে পেরেছেন মেসি। লিগস আপে মায়ামির পরবর্তী প্রতিপক্ষ টাইগার্স ইউএএনএল। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল ৬টায় শুরু হবে ম্যাচটি। মেসি জাদুতেই গত বছর লিগস কাপ জিতে প্রথম কোনো মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় মায়ামি।

১৫ জুলাই বাংলাদেশ সময় সকালে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-কলম্বিয়া। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা ধরে রাখার পাশাপাশি রেকর্ড ১৬ তম শিরোপা জেতে আর্জেন্টিনা। সেই ম্যাচে ৬৫ মিনিটে গোঁড়ালির চোঁটে পড়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয় মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের পা ফোলার ছবি দ্রুত ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। অঝোরে কাঁদতে থাকা মেসি ক্ষোভ ঝারতে লাগলেন ডাগআউটে বসেই। পরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর প্রাণ খুলে হাসতে দেখা যায় তারকা ফুটবলারকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন

ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

গোলবন্যা সুপার কাপ বার্সোলোনার