English

18 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

ভিয়ারিয়ালকে হারিয়ে রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা

- Advertisements -

জয়ের রথ ছুটছেই বার্সেলোনার। জয় যে ব্যবধানেই আসুক, পূর্ণ তিনটি পয়েন্ট তো নিশ্চিত হচ্ছে! রোববার রাতেও জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল। ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ১-০ ব্যবধানে স্বাগতিকদের হারিয়েছে বার্সা। সে সঙ্গে লা লিগার পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেলো কাতালানরা।

২১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়ালো ৫৬। ২০১৯ সালের পর এই প্রথম স্প্যানিশ লা লিগার শিরোপা জয়ের দিকে এগিয়ে চলছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে, ২০ ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৫। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে রেয়ছে ভিয়ারিয়াল।

ম্যাচের পর ম্যাচ বার্সার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হচ্ছেন ২০ বছর বয়সী তরুণ তারকা পেদ্রি। ভিয়ারিয়ালের বিপক্ষেও ম্যাচের ১৮তম মিনিটে অসাধারণ এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন তিনি। ওই একটি মাত্র গোলই জাভি হার্নান্দেজের শিষ্যদের জয়ের জন্য যথেষ্ট হয়ে গেলো।

শুরুতেই গোল করার দারুণ এক সুযোগ পেয়েছিলেন রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু বল গোলরক্ষক পেপে রেইনার সোজা চলে যাওয়ায় আর গোলটি হলো না। তবে ১৮ মিনিটে পেদ্রি কিছুটা সৌভাগ্যবান ছিলেন বলা যায়। লেওয়ানডস্কির দারুণ এক পাস থেকে রেইনাকে ফাঁকি দিয়ে বল ভিয়ারিয়ালের জালে জড়ান পেদ্রি।

এর আট মিনিট পর লেওয়ানডস্কি প্রায় গোল করে ফেলেছিলেন। দুর্দান্ত একটি আক্রমণ থেকে বার্সা বল নিয়ে আসে ভিয়ারিয়ালের জালে। কিন্তু শেষ মুহূর্তে বার্সা এবং লেওয়ানডস্কিকে বঞ্চিত করে দিলেন পেপে রেইনা।

ম্যাচে বার্সা এবং ভিয়ারিয়াল ফুটবলাররা বলে চেয়ে পায়ের খেলাতেই যেন বেশি মনযোগী হয়ে ওঠে। যে কারণে ক্ষতির মুখোমুখি হলো ভিয়ারিয়ালই। ৩৫তম মিনিটে হাঁটুর ইনজুরির শিকার হয়ে মাঠ ছাড়েন ফ্রান্সিস কোকুয়েলিন। আক্রমণাত্মক ফুটবল এবং একের পর এক ফাউল করার কারণে রেফারি আলেহান্দ্রো হার্নান্দেজকে ৮বার হলুদ কার্ড বের করতে হয়।

তবুও, স্বাগতিকরা দারুণ খেলতে থাকে। বল পজেসনেও তারা এগিয়ে ছিলো। কিন্তু গোলের সুযোগ তৈরি করছিলো বেশি বার্সাই। লেওয়ানডিস্ক এবং রাফিনহা বারবার বিপজ্জনক জায়গায় নিয়ে যাচ্ছিলেন বলকে।

কয়েকবার বার্সার ডেডলক ভাঙার চেষ্টা করেছিলো ভিয়ারিয়ালও। কিন্তু দলটির স্ট্রাইকাররা বার্সার ডি বক্সে প্রবেশ করা মাত্রই রোনাল্ড আরাউজোর বাধার সম্মুখিন হন। দুর্দান্ত পারফরম্যান্স দেখান আরাউজো। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তিনি ছিলেন দুর্বার।

ম্যাচের শেষ মুহূর্তে লেওয়ানডস্কি চেষ্টা করেছিলেন অন্তত একবার ভিয়ারিয়ালের জালে বল প্রবেশ করানোর। কিন্তু এবারও তার অসাধারণ একটি প্রচেষ্টাকে রুখে দেন গোলরক্ষক পেপে রেইনা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মাঘের শীতে মিমের উষ্ণতা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন