সৌদি আরব ডাকছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে। ইউরোপ আর সৌদির সংবাদ মাধ্যম যা বলছে, তা থেকে অর্থের অঙ্কটা যে বিশাল, তার আঁচ মিলছে। এমন পরিস্থিতিতে ভিনিসিয়ুস রিয়ালের সঙ্গে চুক্তি নবায়ন করতে চান কি না, তা নিয়েও শঙ্কা জেগেছে বেশ।
ইউরোপের ফুটবলে সর্বোচ্চ দলবদল অর্থ দিয়ে খেলোয়াড় দলে টানার রেকর্ডটা পিএসজির। ২০১৭ সালে ২২.২ কোটি ইউরোর বিনিময়ে নেইমারকে স্কোয়াডে ভিড়িয়েছিল ক্লাবটি।
ভিনির জন্য সে রেকর্ডটাও ভাঙতে প্রস্তুত সৌদি ক্লাব আল হিলাল। আসছে ক্লাব বিশ্বকাপে খেলবে তারা। তার আগেই স্কোয়াডে বড় এক তারকাকে ভেড়াতে উঠে পড়ে লেগেছে সৌদি এই ক্লাব।
ভিনির জন্যও প্রস্তাবটা বেশ লোভনীয়। সেখানে যোগ দিলে ৫ বছরে সব মিলিয়ে তিনি আয় করতে পারবেন ১০০ কোটি ইউরো, প্রতি বছর তিনি আয় করবেন ২০ কোটি ইউরো। এমন প্রস্তাবকে পায়ে ঠেলা খুব সহজ কাজ নয় আদৌ।
তবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, ভিনিসিয়ুস জুনিয়রের সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা নিয়ে তিনি চিন্তিত নন। কেন চিন্তিত নন, তার জবাবও দিলেন তিনি। তার কথা, ‘আমি চিন্তিত নই, কারণ সে এখানে সুখী। আমি তাকে অত্যন্ত অনুপ্রাণিত দেখছি।’
যদি ভিনিসিয়ুস রোনালদোর দেখানো পথ অনুসরণ করে সৌদি আরবে চলে যান, তবে তা রিয়াল মাদ্রিদের জন্য বড় এক ধাক্কা হবে। তবে আনচেলত্তি এমন সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি একজন আনন্দিত খেলোয়াড়কে দেখছি, যে দারুণ খেলছে এবং এই ক্লাবের সঙ্গে ইতিহাস গড়তে চায়।’
কোচ এ কথা বললেও ভিনিসিয়ুস সরাসরি সৌদি আরবে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিছু বলেননি। তবে তার বর্তমান চুক্তি ২০২৭ সালের জুন পর্যন্ত। তিনি সম্প্রতি জানিয়েছেন, মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনায় আছেন।
তিনি বলেন, ‘ঈশ্বর চাইলে কয়েক দিনের মধ্যে আলোচনা চূড়ান্ত হবে। আমি আরও দীর্ঘ সময়ের জন্য এখানে থাকতে পারব,’ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-২ গোলের জয়ে ভূমিকা রাখার পর বলেন ভিনিসিয়ুস।
ভিনিসিয়ুস মাদ্রিদের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জিতেছেন। ২০২৪ ব্যালন ডি’অর ভোটে তিনি ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রির পর দ্বিতীয় স্থান অর্জন করেন।