বিশ্বকাপকে আরো নিখুঁত করে তোলার জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ‘ভিএআর’-এর সাহায্য নিচ্ছে ফিফা। তবে এই অত্যাধুনিক প্রযুক্তি একাধিক দলের কাছে এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে জাপানের কাছে হেরে যাওয়ার পর ‘ভিএআর’-এর বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছিলেন স্পেনের কোচ লুইস এনরিকে। এই প্রযুক্তির বিরুদ্ধে এবার মুখ খুললেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
সৌদি আরবের বিরুদ্ধে এগিয়ে থেকে নিজেদের প্রথম ম্যাচ তাঁর দল হারলেও, সেই ম্যাচে তিনটি গোল অফসাইডের জন্য বাতিল করে দেওয়া হয়। আর কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা। এর আগে স্কালোনির কাছে ‘ভিএআর’-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলে দেন, ‘এই প্রযুক্তি নিয়ে আমার মনে তীব্র সংশয় রয়েছে। এবং মাঝেমধ্যে ভিএআর থেকে আসা সিদ্ধান্ত হজম করা কঠিন হয়ে যাচ্ছে। ’
কিছুদিন আগে জাপানের কাছে হেরে ঠিক এমনভাবেই ভিএআরের সমালোচনা করেছিলেন স্পেন কোচ। জাপানের দ্বিতীয় গোলের পর থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে, জাপান দ্বিতীয় গোল করার আগেই বল গোললাইন পেরিয়ে গিয়েছিল। এই ছবির কথা উল্লেখ করে লুইস এনরিকে বলেছিলেন, ‘আমি একটা ছবি দেখেছি। সেই ছবিটা নিশ্চয়ই আসল নয়, কারসাজি করা হয়েছে। সেই ছবিটা আসল হতে পারে না। নিশ্চয়ই ছবিটা বিকৃত করা হয়েছে। তবে আমার মনে কিছুটা সন্দেহ আছে। সিদ্ধান্ত জানাতে ভিএআর যখন এতটা সময় নেয়, তখনই আমার সন্দেহ হচ্ছিল। আমার আর কিছু বলার নেই। ’