হতাশা শব্দটাকেও যেন হতাশ করে চলেছে ব্রাজিলের ফুটবলাররা। পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা এবার বাছাইপর্ব ডিঙাতে পারবে কিনা সে নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।
আসন্ন ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে টানা তিন ম্যাচ হেরে চরম বিপাকে ব্রাজিল। গত তিন ম্যাচ কেবল ১ পয়েন্ট অর্জন করতে পেরেছে সেলেসাওরা। ঘরের মাঠে ওরা আর্জেন্টিনার কাছে হেরেছে ১-০ গোলে।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর।
এদিকে ৬ ম্যাচে ৩ হেরে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের। বিশ্বকাপ বাছাই পর্বে দশটি দল একে অন্যের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের ভিত্তিতে মোট ১৮টি ম্যাচ খেলবে। এরপর সেরা ছয়টি দল সরাসরি বিশ্বকাপ-২০২৬ এ খেলার সুযোগ পাবে।
বর্তমানে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল। যদি সব খেলা শেষে তারা সেরা ছয়ের মধ্যে থাকতে না পারে, তবে ২০২৬ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
যদি বাছাইপর্বে সাত নম্বর অবস্থানে থাকে ব্রাজিল, তাহলে সেলেসাওদের অংশ নিতে হবে ফিফা প্লে-অফ টুর্নামেন্টে। আর যদি সেরা সাতেও না থাকতে পারে সেক্ষেত্রে ইতালির মতো ভাগ্য বরণ করতে হতে পারে নেইমার-ভিনিসিয়ুসদের।