কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। ২৬ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন জাতীয় দলের হয়ে মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা পেদ্রো। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার খেলেন তার দেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে। দল ঘোষণার মুহূর্তে পেদ্রোর কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল সাইটে।
যদিও নেইমার, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুসদের মতো তারকা স্ট্রাইকারদের টপকে একাদশে সুযোগ পাওয়াই তার জন্য মুশকিল। সেটা নিয়ে ভাবছেনও না পেদ্রো, ‘আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা, সবাই অসাধারণ ফুটবলার। জায়গা পাওয়া নিয়ে চিন্তা নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখুন, কিসের মধ্য দিয়ে আমি গিয়েছি। চোটের কারণে দলে ডাক পাচ্ছিলাম না। ফ্ল্যামেঙ্গোতেও বাজে সময় কাটিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, এই সুযোগটা পেয়েছি। এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়। কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই। ’