জুড বেলিংহামের জোড়া গোলে ওসাসুনার বিপক্ষে ৪-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে আরও একটি করে গোল করেন ভিনিসিউস জুনিয়র ও হোসেলুও।
শনিবার লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে রিয়াল। যেখানে খেলার নবম মিনিটেই গোছালো আক্রমণে এগিয়ে যায় আনতেলত্তির শিষ্যরা। লুকা মদ্রিচের পাস ধরে দানি কারভাহাল বাড়িয়ে দেন বেলিংহ্যামকে। বক্সের ভেতরে প্রথম ছোঁয়ায় বলের নিয়ন্ত্রণ নিয়ে একটু এগিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি।
বিরতির পর ৫৪তম মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করে জোড়া গোল পূর্ণ করেন বেলিংহাম। ফেদেরিকো ভালভেরদের থ্রু বল ধরে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহ্যাম। লা লিগায় তার গোল হলো ৮টি।
এরপর ৬৫তম মিনিটে জালের দেখা পান ভিনিসিউস। ভালভেরদের থ্রু পাস নিয়ন্ত্রণে নেওয়ার পর গোলরক্ষককে কাটাতে গিয়ে বল হারাতে বসেছিলেন এই ব্রাজিলিয়ান। তবে দ্রুতই ছুটে গিয়ে ডান পায়ে কোনাকুণি টোকায় বল জড়িয়ে দেন জালে। পাঁচ মিনিট পর ভিনিসিউসের থ্রু বল ধরে হোসেলু লক্ষ্যভেদ করলে নিশ্চিত জয়ের পথে ছুটতে থাকে রেয়াল।
৯ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। সমান ম্যাচে পঞ্চম হারের স্বাদ পাওয়া ওসাসুনার পয়েন্ট ১০।