রাশিয়ায় ২০১৮ সালের বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার স্বপ্ন ভঙ্গ করে শিরোপা জিতেছিল ফ্রান্স। সেই ফাইনালের পর তিনববার খেলেও প্রতিশোধ নিতে পারল না ক্রোয়াটরা। সর্বশেষ উয়েফা নেশন্স লিগের ম্যাচে বেনজিমা-এমবাপ্পেহীন ফ্রান্সের সঙ্গে ড্র করেছে ক্রোয়েশিয়া।
সোমবার রাতে উয়েফা নেশন্স লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার ঘরের মাঠে খেলতে গিয়েছিল ফ্রান্স।
ম্যাচে প্রথম সাফল্য পেয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৫২তম মিনিটে সময় গোলটি করেছিলেন আদ্রিয়েন র্যাবিয়ট। উইসাম বেন ইয়েদেরের দুর্দান্ত থ্রু পাস ধরে জোরালো শটে জালের ঠিকানা খুঁজে নেন এই তারকা মিডফিল্ডার।
পিছিয়ে পড়া ক্রোয়াটরা গোলের বেশ কিছু সুযোগ তৈরি করে করেছিল। তবে গোলের দেখা পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৮৩তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান আন্দ্রে ক্রামারিচ। এ নিয়ে বিশ্বকাপের পর তিন ম্যাচ ও সবমিলিয়ে নয় ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে অপরাজিত রইল ফ্রান্স। এই নয় ম্যাচের ছয়টিতে জিতেছে ফ্রান্স, ড্র হয়েছে বাকি তিনটি। গত নেশন্স লিগের দুই ম্যাচেই ক্রোয়েশিয়াকে হারিয়েছিল ফ্রান্স।