নাসিম রুমি: অ্যাডিডাস প্রিডেটর বুটের তিন দশক পূর্তি উপলক্ষে একটি নতুন বুট ডিজাইন করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম। সে বিশেষ বুট আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন তিনি।
বেকহ্যামের কাছ থেকে সেই বুট পেয়ে উচ্ছ্বসিত মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এই আর্জেন্টাইন ফুটবলার লিখেছেন, ‘বুটগুলো আমার বাড়িতে পৌঁছে গেছে! ধন্যবাদ ডেভিড বেকহ্যাম।’
বর্তমানে মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। ক্লাবটির সহ-কর্ণধার বেকহ্যাম। অবশ্য মায়ামিতে পাড়ি জমানোর আগে থেকেই দুই ফুটবলারের মধ্যে সখ্যতা ছিল।
প্রসঙ্গত,। ২০২৪ সালের মেজর লিগ সকারে দারুণ ফর্মে ছিলেন মেসি। ১৯ ম্যাচে ২০ গোল করেন। অ্যাসিস্ট করেন ১০টি।