English

15 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

বুন্দেসলিগায় অপরাজিত শিরোপার রেকর্ড লেভারকুসেনের

- Advertisements -
মাসখানেক আগেই বুন্দেসলিগার প্রথম শিরোপার স্বাদ নেওয়া হয়ে গেছে বায়ের লেভারকুসেনের। অগসবার্গের বিপক্ষে লিগের আজকের শেষ ম্যাচটা তবু বিশেষ ছিল তাদের জন্য। খেলোয়াড়রা তো এটাকে আরেকটা ‘ফাইনাল’ হিসেবেই ধরেছিলেন। কারণ এই ম্যাচটাতে অপরাজিত থাকলেই যে জার্মানির প্রথম দল হিসেবে বুন্দেসলিগায় অপরাজিত থেকে শিরোপা ট্রফি ছোঁয়া হবে তাদের।
সেটিই হয়েছে, নিজেদের মাঠে অগসবার্গকে ২-১ গোলে হারিয়ে জাবি আলন্সোর লেভারকুসেন নতুন ইতিহাস লিখেছে।অপরাজিত থেকে এখন ট্রেবল জয়েরও সুযোগ লেভারকুসেনের সামনে। এর মধ্যেই বেনফিকাকে পেছনে ফেলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউরোপে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ডও গড়েছে তারা। মৌসুমে আর দুটি ম্যাচ বাকি তাদের
দুটিই ফাইনাল। একটি জার্মান কাপ। অন্যটি ইউরোপা লিগ। এই দুই ফাইনাল জিতে অপরাজিত ট্রেবল জয়ের হাতছানি তাদের।
গতকাল ম্যাচ শেষে বুন্দেসলিগার অনন্য ট্রফিটাও উঁচিয়ে ধরেছে জাবি আলনসোর দল। ঘরের মাঠের সমর্থকদের সামনে এ দিন প্রথমার্ধেই ২-০-তে এগিয়ে যে লক্ষ্যপূরণের খুব কাছাকাছি চলে যায় লেভারকুসেন। ১২ মিনিটে ভিক্টর বোনিফেস প্রথম এগিয়ে দেন। ২৭ মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট অ্যান্ডরিচ। তবে দ্বিতীয়ার্ধে মার্ট কমুর এক গোল ফিরিয়ে দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে।
তবে শেষ পর্যন্ত অগসবার্গকে সমতায় ফেরারও সুযোগ দেয়নি লেভারকুসেন। জয় দিয়েই অপরাজিত শিরোপা উদযাপন করেছে তারা। বুন্দেসলিগা পরাক্রমশালী বায়ার্ন মিউনিখও এত দিন যে কীর্তি ছুঁতে পারেনি, প্রথম শিরোপা জয়েই কি না তা করে দেখাল লেভারকুসেন। এএফপি
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন