নাসিম রুমি: ২০২৬ বিশ্বকাপে কনমেবল অঞ্চলে বাছাই পর্বের দুটি ম্যাচ আর্জেন্টিনা খেলবে আগামী সেপ্টেম্বর মাসে। ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা খেলবে চিলির বিপক্ষে। এরপর ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার মাঠে খেলবে আলবিসেলেস্তেরা।
এই দুই ম্যাচের জন্য নিয়মিত অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০২৪ কোপা আমেরিকা ফাইনালে ডান পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়েছিলেন মেসি। এখনও অনুশীলনে ফেরেননি তিনি। আর্জেন্টাইন অধিনায়ক কবে মাঠে ফিরতে পারবেন সেই তথ্য প্রকাশ করেনি ক্লাব ইন্টার মায়ামি বা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
অবসর নেওয়ায় কোপা আমেরিকার জন্য ঘোষিত আর্জেন্টিনার সবশেষ স্কোয়াড থেকে অবধারিতভাবেই নেই গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ও উইঙ্গার ডি মারিয়া। চোটে থাকায় ডাক পাননি মিডফিল্ডার এজেকিয়েল পালাসিওস। সুযোগ মেলেনি ডিফেন্ডার মার্কোস আকুনা ও লুকাস মার্তিনেজ কুয়ার্তার।
গুঞ্জন ছিল পাওলো দিবালা ফিরতে পারেন দলে। তবে স্কালোনি কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেও দিবালাকে বিবেচনায় রাখেননি।
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা চার ফুটবলার ডাক পেয়েছেন। তারা হলেন দুই ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে ও ভ্যালেন্তিন কাস্তেলানোস এবং দুই মিডফিল্ডার এজেকিয়েল ফার্নান্দেজ ও মাতিয়াস সোলে।
ছয় ম্যাচের পাঁচটিতে জিতে কনমেবল অঞ্চলের বাছাইয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।