English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১৯, ২০২৫
- Advertisement -

বিশ্বকাপ বাছাইপর্বে কবে মাঠে নামবে আর্জেন্টিনা-ব্রাজিল?

- Advertisements -

বছরের প্রথম আন্তর্জাতিক ফুটবল উইন্ডো চলে এসেছে। ক্লাব ফুটবলের পাট আপাতত চুকিয়ে খেলোয়াড়রা ছুটতে শুরু করেছেন নিজ নিজ দেশে, উদ্দেশ্য জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়া।

এই উইন্ডোয় বিশ্বকাপ বাছাইপর্বের দুই লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর মধ্যে আবার নিজেরাও নিজেদের মুখোমুখি হবে এই দুই দল।

এছাড়া বিশ্বকাপ বাছাইপর্বের লড়াইয়ে নামবে প্রায় সব মহাদেশের দলগুলোই। ইউরোপ বাকি ছিল, সে ইউরোপও এবার নাম লেখাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্বে। সেখানকার জন্য বরাদ্দ আছে ১৬টি জায়গা, তার জন্য প্রতিদ্বন্দ্বিতায় নামছে উয়েফার ৫৪টি দল।

আর্জেন্টিনা-ব্রাজিল অবশ্য বাছাইপর্বে নিজেদের তিন ভাগের দুই ভাগ ম্যাচ খেলে ফেলেছে। ১২ ম্যাচ শেষে দুই দলই আছে বিশ্বকাপের বেশ কাছে। আসছে উইন্ডোতেই বিশ্বকাপের পথটা পরিষ্কার হয়ে যেতে পারে দুই দলের।

আর্জেন্টিনা এবারের উইন্ডোয় লিওনেল মেসিকে পাচ্ছে না। তবে দলটার খুব একটা শঙ্কা নেই। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের। আসছে উইন্ডোয় দুই জয় তুলে নিতে পারলে এবারই বিশ্বকাপের টিকিট কেটে ফেলতে পারে দলটা।

আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২২ মার্চ, বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে উরুগুয়ে। এরপরই নিজেদের মাঠে আলবিসেলেস্তেরা খেলবে ব্রাজিলের বিপক্ষে। ২৬ মার্চ ম্যাচটা হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

এবারের উইন্ডো দিয়ে ব্রাজিলের জার্সিতে ফেরার কথা ছিল নেইমারের। তবে শেষ সময়ের চোট তাকে ছিটকে দিয়েছে। যার ফলে ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের স্কোয়াড থেকে ব্রাত্যই রয়ে যেতে হলো নেইমারকে।

তবে এবারের বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের অবস্থা লেজেগোবরে। তবে এরপরও দলটা বিশ্বকাপে উতরে যাওয়ার খুব কাছাকাছি চলে গেছে। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট তাদের। এই দুই ম্যাচে জিততে পারলে তারা বিশ্বকাপের আরও কাছে চলে যাবে।

ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচটা খেলবে ঘরের মাঠে। ব্রাসিলিয়ায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা হবে ২১ মার্চ, বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫মিনিট। পরের ম্যাচটা আর্জেন্টিনার বিপক্ষে বুয়েনোস আইরেসে, বাংলাদেশ সময় সকাল ৬টায়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন