ফ্রান্সকে হারিয়ে ফিফা বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। রবিবার রাতে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে মেসির বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো। বিশ্বকাপ ট্রফি জয়ী দল শিরোপার পাশাপাশি কোটি কোটি টাকা পাচ্ছে। শুধু বিজয়ী দলই নয়, রানার্সআপ দলও পাবে অনেক অর্থ।
কোন দল কতো টাকা পাচ্ছে?
বিশ্বকাপে বিজয়ী আর্জেন্টিনা দল ৪২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৪৪০ কোটি টাকা), রানার আপ ফ্রান্স ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩১৩ কোটি টাকা), তৃতীয় নম্বর দল ক্রোয়েশিয়া ২৭ মিলিয়ন ডলার (প্রায় ২৮২ কোটি টাকা), চতুর্থ নম্বর দল মরক্কো ২৫ মিলিয়ন ডলার (প্রায় ২৬০ কোটি টাকা) পেয়েছে।
যে দলগুলো নকআউট পর্বে পৌঁছায়, সেগুলো ছাড়াও বিশ্বকাপে অংশগ্রহণকারী সব দলকে ফিফা কিছু পরিমাণ অর্থ প্রদান করে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল পাবে ৯ মিলিয়ন ডলার, প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়া দলগুলো পাবে ১৩ মিলিয়ন, কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলগুলো পাবে ১৭ মিলিয়ন।
বিশ্বকাপ চলাকালীন ফিফা মোট ৪৬০ কোটি টাকা (৪৪০ মিলিয়ন) ব্যয় করছে, যা বিভিন্ন দলকে প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে প্রতিটি দলের অংশগ্রহণের ফি, ম্যাচ জয়, গোল ফি এবং বিজয়ী, রানার্সআপ ও নকআউট পর্বে পৌঁছে যাওয়া দলগুলোতে দেওয়া অর্থের পরিমাণ।