ফ্রান্স দলের কোচ হওয়ার আগ্রহ আগেই প্রকাশ করেছিলেন দেশটির কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। তবে কখন হবেন তা জানাননি।
চলতি বছরের জুন মাসে ফরাসি গণামধ্যম লে’কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে জিদান বলেছিলেন, ‘ফ্রান্সের সঙ্গে আমার সম্পর্ক ফুরিয়ে যায়নি। আমি অবশ্যই এটি (কোচিং) করতে চাই। আমি একদিন হবোই (ফ্রান্সের কোচ)। তবে কখন হবো, তা আমার উপর নির্ভর করছে না। কিন্তু আমি ফ্রান্স জাতীয় দলের পুরো টিমের সঙ্গে কাজ করতে চাই। ’
জিদানের বলা সেই কথার পরেই বোঝা যাচ্ছিল, তিনি আবারও কোচিংয়ে ফিরবেন, তবে ফ্রান্সের হয়েই। কাতার বিশ্বকাপের পর হয়তো তাকেই দেখা যেতে পারে ফ্রান্স দলের ডাগআউটে।
গ্রুপ ‘ডি’তে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। একই গ্রুপে আছে ডেনমার্ক ও তিউনিসিয়াও।