ফ্রান্স কোচ দেশম বলেছেন, ‘বড় আঘাত পেলেও তাঁর সব কিছু ঠিকঠাক চলছে। গতকালও সে অনুশীলন করেছে, আজও (গতকাল) করবে। তাই তাঁর এই সঠিক পথে থাকা নিশ্চিত করে যে আগামীকাল (আজ) সে খেলার জন্য বিবেচিত হবে।’
ডাচদের বিপক্ষে এমবাপ্পে শুরু থেকে খেলবেন কিনা তা অবশ্য নিশ্চিত নয়।
একসময় ফ্রান্স ও নেদারল্যান্ডসের ম্যাচ মানেই ছিল ধ্রুপদি লড়াইয়ের পসরা। কিন্তু সেই লড়াই এখন হয়ে গেছে একপেশে। কয়েক বছর ধরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে দাপট দেখা গেছে ফরাসিদের। সর্বশেষ আট সাক্ষাতে সাতবারই জিতেছেন কিলিয়ান এমবাপ্পেরা। এ কারণে প্রশ্ন উঠছে, ফ্রান্স কি পারবে সাফল্যের ধারা অব্যাহত রাখতে নাকি ডাচরা অতীত ফিরিয়ে আনবে?
এবারের ইউরোর বাছাইয়ে দুইবার মুখোমুখি হয়েছিল এই দল।
ডাচদের বিপক্ষে শতভাগ সাফল্য পায় ফ্রান্স। দুই ম্যাচেই জোড়া গোল করেছিলেন এমবাপ্পে। তবে এবার বড় মঞ্চ বলেই আশা দেখছেন ডাচ মিডফিল্ডার গিনি উইনালডম, ‘আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাছাইয়ে দুর্ভাগ্যক্রমে হেরেছিলাম, কিন্তু বড় টুর্নামেন্ট সব সময় আলাদা। আমাদের শুধু নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে।’
লিপজিগের রেড বুল অ্যারেনায় হতে যাওয়া ম্যাচটি দুই দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ। শুরুর ম্যাচ দুই দলই জেতায় ‘ডি’ গ্রুপের সেরা কারা হবে, সেটাও আজ নিশ্চিত হয়ে যেতে পারে।